শুক্রবারের ম‍্যাচে নামার আগে পিচ নিয়ে মুখ খুললেন ইয়ন মর্গ‍্যান

0
3

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল‍্যান্ড( india vs england) পাঁচটি টি-২০( t-20) ম‍্যাচের সিরিজ। প্রথম ম‍্যাচে নামার আগে পিচ নিয়ে মুখ খুললেন ইয়ন মর্গ‍্যান( eoin morgan)। ইংল‍্যান্ড অধিনায়কের বিশ্বাস ভারত তাঁদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ঘূর্ণি উইকেটই তৈরি করবে।

ইংল্যান্ড অধিনায়ক বলেন, “উইকেট টেস্ট সিরিজের মতোই হবে। আমাদের মনে হয় স্পিন সহায়ক উইকেটে খেলতে হবে। আমরা টি-টোয়েন্টিতে ভাল খেলছি। আমাদের আত্মবিশ্বাস রয়েছে, কারণ আমরা শেষ দুই বছর বেশ কিছু ম্যাচে কঠিন পরিস্থিতি থেকে জয় তুলে নিতে পেরেছি।”

ভারতের পাটা উইকেটে খেলার জন্য তাঁর তৈরি দল, বলছেন মর্গ‍্যান। এদিন তিনি বলেন, “আমাদের ব্যাটসম্যানরা তৈরি পাটা উইকেটে খেলতে। বোলাররা নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে চাই দক্ষভাবে।”

আরও পড়ুন:টি-২০ ম‍্যাচে আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট

Advt