উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ( uefa champions league) থেকে বিদায় নিল বার্সেলোনা( Barcelona )। বুধবার রাতে পিএসজি(psg) সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সা। প্রথম পর্বের খেলায় ঘরের মাঠে ১-৪ ব্যবধানে হেরে গিয়েছিলেন মেসিরা। বুধবারের ফল মিলিয়ে ৫-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন এমবাপেরা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যেতে নেইমারহীন পিএসজি-কে অন্তত ৪ গোল দিতে হতো মেসিদের। কিন্তু ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপে। তবে এর ৭ মিনিটের মাথায় গোল করে বার্সার হয়ে সমতা ফেরান মেসি। এরপর পেনাল্টি পায় বার্সা।তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন লিও।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় বার্সা। এই হারের পর বার্সেলোনার ফুটবলার গ্রিজম্যান বলেন, “প্রথম পর্বে জঘন্য খেলার পর এই ম্যাচে অনেকটাই ঘুরে দাঁড়াতে পেরেছিলাম আমরা। অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি।”
আরও পড়ুন:বিকল্প কোথায়? অসুস্থ শরীরেও প্রচারে নামতে হবে মমতাকেই, কণাদ দাশগুপ্তর কলম










































































































































