ব্যাঙ্ক বেসরকারিকরণের (bank privatisation) প্রতিবাদে আন্দোলনের পথে নামতে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা( bank strike)। যার জেরে আগামী ১৫ ও ১৬ মার্চ গোটা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল কর্মচারী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এই ধর্মঘটের ফলে মার্চ মাসে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ তার আগে শনি ও রবিবার হওয়ার কারণে ১৩ ও ১৪ তারিখও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে ব্যাপক সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।
একের পর এক সরকারি সংস্থার বেসরকারিকরণের পর এবার ব্যাঙ্কেরও (Bank) বেসরকারিকরণ করার প্রস্তাব দিয়েছে মোদি সরকার। সম্প্রতি বাজেটে সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রের এই প্রস্তাবের প্রতিবাদে এবার সরব ব্যাঙ্কের কর্মচারীরাও।
আরও পড়ুন:নির্বাচনী প্রচারে ব্যস্ত অধীর, লোকসভায় বিরোধী দলনেতার কাজ সামলাবেন বিট্টু
আগামী ১৩ তারিখ মার্চ মাসের দ্বিতীয় শনিবার। স্বাভাবিকভাবেই সেদিন ব্যাঙ্ক বন্ধ । পরের দিন ১৪ তারিখ রবিবার। এর পর সপ্তাহের শুরুতেই দুদিন ব্যাঙ্ক বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। এর ফলে ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর সভাপতি রাজেন নাগার বলেন, “ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের উদ্যোগের প্রতিবাদেই এই ধর্মঘট। আন্দোলন আরও জোরালো হতে পারে।” উল্লেখ্য, মার্চ মাসে হোলি উৎসবের জন্যও বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।