টেস্ট সিরিজের মতন টি-২০ সিরিজেও জয়ের লক্ষ‍্যে নামছে বিরাট ব্রিগেড

0
1

শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের( england) বিরুদ্ধে টি-টোয়েন্টি (t-20)সিরিজ। প্রথম ম‍্যাচ থেকেই জয় চাইছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। টেস্ট সিরিজের মতন টি-২০ সিরিজও জয়ের লক্ষ‍্যে নামছে বিরাট ব্রিগেড।

তবে শুক্রবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে দলের ওপেনিং জুটি নিয়ে ধোঁয়াশা রেখে গেলেন ভারত অধিনায়ক। এদিন সাংবাদিক সমম্মেলনে বিরাট বলেন,” যদি রোহিত খেলে, তবে ব‍্যপারটা সোজা। কে এল রাহুল, রোহিত দু জনেই ভাল প‍্যরফমেন্স করে চলেছে। আর এদের মধ‍্যে কেউ বিশ্রাম নিলে, শিখর ধাওয়ান নামবেন।”

টেস্ট সিরিজে জয় পেয়েছে। সেই লক্ষ‍্যেই যে শুক্রবার মাঠে নামছেন কোহলি তা জানাতে ভুললেন না। এদিন তিনি বলেন,” নতুন সপ্তাহ, নতুন ফরম্যাট, একই লক্ষ্য। চলো সেটা হাসিল করে দেখাই।

আরও পড়ুন:চ‍্যাম্পিয়নের ট্রফি নিয়ে কলকাতায় ফিরতে মরিয়া হাবাস ব্রিগেড

Advt