পাঞ্জাবের সঙ্গে ড্র করল শঙ্করলালের দল

0
1

আইলিগের ( i-league) ম‍্যাচে রাউন্ডগ্লাস পাঞ্জাবের( roundglass Punjab) সঙ্গে ড্র করল মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club)। ম‍্যাচের ফলাফল ৩-৩। এই ড্র এর ফলে আই লিগের খেতাবি দৌড় থেকে দূরে সরে গেল সাদা-কালো ব্রিগেড।

ম‍্যাচের ৩৪ মিনিটে চেঞ্চোর গোলে এগিয়ে যায় রাউন্ডগ্লাস পঞ্জাব। ৪৬ মিনিটে ফের গোল করে ব্যবধান ২-০ করেন চেঞ্চো। ম‍্যাচের প্রথমার্ধে ২-০গোলে এগিয়ে থাকে পাঞ্জাব।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে সেখান থেকেই ঘুরে দাঁড়ায় মহমেডান। ৫৯ মিনিটে মহামেডানের হয়ে ১-২ করেন ফয়জল আলি। ম‍্যাচের ৬৪ মিনিটে পেড্রো মানজির গোলে ম্যাচ ২-২ করে মহমেডান। এক মিনিটের ব‍্যবধানে আজহারউদ্দিনের গোলে ৩-২ এগিয়ে যায় মহমেডান। ৩ পয়েন্ট যখন প্রায় নিশ্চিত, তখনই গোল হজম করলেন হীরা মণ্ডলরা। ৮৮ মিনিটে রাউন্ডগ্লাসের পরিবর্ত ফুটবলার আশিস ঝা গোল করে খেলার ফল ৩-৩ করেন।

তবে দলের খেলায় খুশি মহামেডান কোচ শঙ্করলাল চক্রবর্তী। ম্যাচ শেষে সাদা-কালো কোচ বলেন, “মার্চ মাসে দুপুর ২টোয় খেলা। ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। শেষ মুহূর্তে গোল হজম না করলে হয়তো ৩ পয়েন্ট নিয়েই ফিরতাম। ওদের মাঝমাঠে একটা অঞ্চলে বেশ ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল। ছেলেদের সেটাই বলি। পরিকল্পনা মাফিক ওরা সেই জায়গাতেই বলের দখল নেয়।”

আরও পড়ুন:জল্পনার অবসান, লর্ডস থেকে সরে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

Advt