হাই-ভোল্টেজ’ নন্দীগ্রামে মমতার ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান

0
1

নন্দীগ্রামে দলীয় প্রার্থী হিসাবে বুধবার মনোনয়ন পেশ করার পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, “শেখ সুফিয়ান (Sk Sufiyan) হবেন আমার চিফ ইলেকশন এজেন্ট” (Chief Election Agent)।

সুফিয়ান এখন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি। শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর ওই জেলার রাজনীতিতে সুফিয়ানের গুরুত্ব অনেকটাই বেড়েছে। সুফিয়ান’ই গত ১৮ জানুয়ারি তেখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার মূল আয়োজক ছিলেন৷

শেখ সুফিয়ান বার বার আলোচনার কেন্দ্রে এসেছেন৷ নন্দীগ্রাম আন্দোলনের সময়ে আর্থিক দিক থেকে অনেকটাই পিছনের দিকে ছিলেন সুফিয়ান৷ পরবর্তী সময়ে এই সুফিয়ান আলোচনার কেন্দ্রে আসেন তাঁর বিখ্যাত ‘জাহাজবাড়ি’ নিয়ে৷ বিতর্ক এতটাই ছিলো যে, বছর পাঁচেক আগে সুফিয়ানের ওই জাহাজবাড়ি দেখে ভয়ঙ্কর রেগে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন ওই বাড়ির ভিতরে পর্যন্ত ঢুকতে চাননি। এদিন ইলেকশন এজেন্ট হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম ঘোষণা করার পর ফের শিরোনামে চলে এসেছেন নন্দীগ্রামের শেখ সুফিয়ান৷

আরও পড়ুন- জখম মমতা: SSKM হাসপাতালে রাজ্যপালকে “গো ব্যাক” স্লোগান, জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের

Advt