বিজেপিতে যোগ দেওয়ার ৩ দিনের মাথায় ‘Y- প্লাস’ নিরাপত্তা পেলেন মিঠুন চক্রবর্তী৷
গত ৭ মার্চ প্রধানমন্ত্রীর (PM MODI) ব্রিগেড সমাবেশের মঞ্চেই বিজেপি-তে যোগদান করেন এই প্রবীণ অভিনেতা৷ আর যোগ দেওয়ার তিনদিনের মধ্যেই, বুধবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ‘Y- প্লাস’ নিরাপত্তায় মুড়ে দিলো মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)৷
সূত্রের খবর, মিঠুনকে CISF বা কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী সুরক্ষা দেওয়া হচ্ছে৷ সাধারণত, Y-প্লাস সুরক্ষায় ১১জন কমান্ডো সহ বিস্তৃত এক সুরক্ষা- বলয় তৈরি করা হয়৷ মোট ৫৫ জনেরও বেশি নিরাপত্তাকর্মীর একটি দল, সুরক্ষা- প্রাপককে এবং তাঁর বাসভবন ও তার আশেপাশে মোতায়েন করা হয়।