দফায় দফায় আলোচনা। ঐক্যের বার্তা। ব্রিগেডে হাত ধরাধরি করেও এক বালতি দুধে একফোঁটা চোনা পড়ে গেলো। আর তাতেই আসন্ন বিধানসভা নির্বাচনে বাম (Leftfront)-কংগ্রেস (Congress)-আইএসএফ (ISF) মহাজোট (Alliance) প্রশ্নের মুখে। জোটে জট। জোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে গেল। জট তৈরি হয়ে গেল পুরুলিয়ার (Purulia) কাশীপুর (Kashipur Assembly) কেন্দ্রকে নিয়ে।
গত ৫ মার্চ বিধানসভা নির্বাচনের (Assembly Election) দু’দফার ৬০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করে বামেরা। কাশীপুর কেন্দ্র প্রার্থী করা হয় মল্লিকা মাহাতোকে। কিন্তু সমস্যা তৈরি করে দিল কংগ্রেসের প্রার্থীতালিকা। এআইসিসির(AICC) তরফে বাংলায় কংগ্রেসের যে আংশিক প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে কাশীপুরে দাঁড় করানো হয়েছে বলরাম মাহাতোকে।
এরপরই জোট শরিক কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বাম শিবিরে। কারণ, দু’পক্ষের আলোচনা ও সহমতের মধ্যে দিয়েই পুরুলিয়ার কাশীপুরে প্রার্থীর নাম ঘোষণা করেছে বামের। তার পরও কংগ্রেসের তরফে কেন এমন হল? প্রশ্ন তুলেছেন অনেকেই। এনিয়ে গুঞ্জন তৈরি হয়েছে কংগ্রেস শিবিরেও। তবে কংগ্রেসের দাবি, কোনও এক পক্ষ তার প্রার্থীর নাম প্রত্যাহার করবে। কিন্তু জনমানসে প্রভাব তো পড়বেই। একইসঙ্গে ওই কেন্দ্রে যে দল প্রার্থী প্রত্যাহার করবে, সেই দলের স্থানীয়রা কর্মীদের মনোবল ভাঙবে বলে মনে করছে রাজনৈতিক মহল।





































































































































