তৃণমূল নেত্রীর পথ অনুসরণ করছেন, নিজের কেন্দ্রেই বাড়ি খুঁজছেন কৌশানি

0
3

মঙ্গলবারই নন্দীগ্রামে গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী খোদ। তৃণমূল নেত্রীর পথ হুবহু অনুসরণ করেই এগিয়ে চলছেন অভিনেত্রী তথা কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়।

আরও পড়ুন-বাংলায় জয় নিশ্চিত, বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে দাবি নরেন্দ্র মোদির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নন্দীগ্রামে বাড়ি ভাড়া নিয়েছেন। সেখানে থেকেই ভোটের আগে প্রচার করবেন। কৌশানিরও তেমনই ইচ্ছে। কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রাপথেই সেলফি তুলে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন কৌশানি। পৌঁছেই ঘর খোঁজেন তিনি। ভোটের আগে পর্যন্ত সেখানে থাকতে চান। কারণ সেখানে থেকেই মানুষের প্রয়োজনীয়তা, অসুবিধার কথা জানতে চান টলিউড অভিনেত্রী। ঘর না পাওয়ায় এখন কয়েকদিন তিনি হোটেলে থাকবেন বলেই জানিয়েছেন।

Advt