হলদিয়ায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর নন্দীগ্রামে ফিরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় গুরুতর জখম হন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। গ্রিন করিডর করে তাঁকে দ্রুত SSKM হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে চলে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। “গো ব্যাক” স্লোগান দেন তৃণমূল সমর্থকরা।
আরও পড়ুন- জখম মমতা: SSKM হাসপাতালে রাজ্যপালকে “গো ব্যাক” স্লোগান, জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের
এরপর রাজভবনে ফিরে টুইটারে জগদীপ ধনকড় লিখেছেন, ”এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। তার আগে ৬টা ৪০ মিনিটে তিনি যখন নন্দীগ্রামে ছিলেন, কথা বলেছি ফোনে। ডিরেকটর, নিরাপত্তা ও মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়েছি। স্বাস্থ্যসচিব ও হাসপাতালের ডিরেকটরকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। পরে মুখ্যসচিবকে ব্যবস্থা নিতে বলা হতে পারে।”
Called on @MamataOfficial #SSKM to enquire about her health condition and had earlier spoken to her at 6.40 PM while she was at Nandigram. Sought an update from Director, Security and Chief Secretary in matter. Health Secretary and Director of Hospital urged to take all caution. pic.twitter.com/hIA6ysednf
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 10, 2021