পামেলা কাণ্ডে এবার পুলিশের জালে রাকেশ ঘনিষ্ঠ দুই কোকেন সাপ্লায়ার

0
2

পামেলা (Pamela Goswami) কোকেন কাণ্ডে ( Drug Case) ফের নয়া মোড়। তদন্তে ক্রমশ জাল গুটিয়ে আনছেন কলকাতা পুলিশের ( Kolkata Police) গোয়েন্দারা। এবার কোকেন সরবরাহের অভিযোগে নতুন করে গ্রেফতার করা হয়েছে বিজেপির ( BJP) বাহুবলী নেতা রাকেশ সিং (Rakesh Singh) ঘনিষ্ঠ দুই যুবককে। ধৃত দুই যুবকের নাম ফারহান আখতার ও দাইম আখতার।

রাকেশ সিং ঘনিষ্ঠ যুবতী সুইটি সিংকে জেরা করে এই দুই যুবকের নাম উঠে আসে। অভিযোগ, এরা বিভিন্ন সময়ে সুইটির মাধ্যমে রাকেশ সিং ও তার শাগরেদদের কোকেন সরবরাহ করতো। গ্রেফতারের সময় এই দুই যুবকের কাছ থেকে প্রায় ১০ গ্রাম কোকেন উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন-নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে রওনা তৃণমূল নেত্রীর, কটাক্ষ করে এ কী বললেন শুভেন্দু!

পামেলা কাণ্ডেও এরা দু’জন কোকেন সরবরাহ করেছিল রাকেশ নিযুক্ত সুইটিকে। প্রতি গ্রাম মাদকের দাম ছিল ৯ হাজার টাকা। ধৃত দু’জনের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকার কোকেন কিনেছিল সুইটি। তারপর সেই কোকেন রাকেশের ছায়াসঙ্গী অমৃক সিংকে দিয়ে পামেলার গাড়িতে রাখা হয়েছিল।

এরপর ঘটনার দিন পামেলার গাড়ি থেকে চম্পট দেয় অমৃক। তাকে স্কুটি করে পালাতে সাহায্য করে সুরজ প্রসাদ শাহ নামের এক যুবক। তাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। আর পামেলার গাড়িতে যে কোকেন রাখা আছে, নিউ আলিপুর থানার পুলিশকে সেই খবর দিয়েছিল আরিয়ান সিং দেব নামে রাকেশ ঘনিষ্ঠ এক যুবক। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে কোকেন কাণ্ড যে বিজেপি নেতা রাকেশ সিংয়ের একটি ঘৃণ্য চক্রান্ত বলে পামেলা গোস্বামী অভিযোগ করেছিল, তদন্ত সেই সেই পথেরই ইঙ্গিত দিচ্ছে।

Advt