সারদা-কাণ্ডে ফের ইডির নোটিশ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে

0
1

সারদা মামলায় আরও একবার ডেকে পাঠানো হল ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে। আজ ED-র পক্ষ থেকে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। CBI সূত্রে জানা গেছে, আগামী ১০ মার্চ সল্টলেকের CGO কমপ্লেক্সে ডেকে তাঁকে আরও একদফা জেরা করা হতে পারে। যদিও দেবব্রত সরকার জানিয়েছেন, কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্যই এই চিঠি পাঠানো হয়েছে।

দেবব্রত সরকারের বিরুদ্ধে অভিযোগ, সেবি-র সঙ্গে তাঁর যোগাযোগের কথা শুনিয়ে সারদা গ্রুপের মালিক সুদীপ্ত সেনের সঙ্গে তিনি সম্পর্ক গড়েন। আর সেই সূত্রে ক্লাবের জন্য চার কোটি টাকা নিয়েছিলেন। এই কাণ্ডে সুদীপ্ত সেনের সহযোগী ও সারদা গ্রুপের এজেন্ট অরিন্দম দাসকেও বৃহস্পতিবার ইডি তলব করেছে।

আরও পড়ুন- বাঁকুড়া কি রাজ্যের বাইরে? ‘বহিরাগত’ তকমা উড়িয়ে প্রচার শুরু সায়ন্তিকার

Advt