আগামী ১৫ মার্চ থেকে মেট্রো রেলের ফের টোকেন ব্যবস্থা চালু হচ্ছে । শুধুমাত্র স্মার্ট কার্ড নয় এখন টোকেন- এর মাধ্যমেও যাত্রীরা যাতায়াত করতে পারবেন। প্রসঙ্গত, লকডাউনের জন্য দীর্ঘদিন টোকেন দেওয়া বন্ধ ছিল মেট্রোতে। যাতায়াতের ভরসা ছিল ই-পাস এবং স্মার্ট কার্ড।প্রথমে শিশু ও বৃদ্ধদের জন্য স্মার্ট কার্ডেই যাতায়াতে অনুমোদন দেওয়া হয়। তারপর ধাপে ধাপে সকলের জন্যই স্মার্ট কার্ডে যাতায়াতে ছাড়পত্র দেয় মেট্রো রেল।
এখন করোনার সংক্রমণ কমার ফলে মেট্রো কর্তৃপক্ষ টোকেন চালুর সিদ্ধান্ত নিয়েছেন । সোমবার মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । সেখানে স্পষ্ট বলা হয়েছে, মাস্ক- স্যানিটাইজার যেমন ব্যবহার করছেন যাত্রীরা তেমনি টোকেন ব্যবহারেও সতর্ক হওয়ার আবেদন জানানো হয়েছে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে তবেই টোকেন ইস্যু করা হবে।




































































































































