অগ্নিকাণ্ডে নিহত পুলিশের এএসআইকে (Asi) গান স্যালুটে (Gun Salute) বিদায় জানাল লালবাজার। সোমবার, রেল দফতরের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালের (Amit Bhawal)। মঙ্গলবার, দুপুরে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় লালবাজারে (Lalbazar)। সেখানে কলকাতা পুলিশের তরফে তাঁকে গান স্যালুট দেওয়া হয়। উচ্চপদস্থ আধিকারিকরা শেষ শ্রদ্ধা জানান। কান্নায় ভেঙে পড়েন অমিতের স্ত্রী।
পূর্ব রেলের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার প্রাণ হারান হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়াল। সেখানে থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। আদতে আলিপুরদুয়ারের বাসিন্দা অমিত কর্মসূত্রে কলকাতায় থাকতেন। বাগুইআটির দেশবন্ধু নগরের বাড়ি তাঁর। রয়েছেন স্ত্রী ও ১০ বছরে সন্তান। গান স্যালুটের পরে, শেষযাত্রায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন- সারদাকাণ্ডে ইস্টবেঙ্গল-কর্তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ ইডির