বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে না যাওয়ার কারণ হিসাবে নিজেদেরকই কাঠগড়ায় তুললেন ল‍্যাঙ্গার

0
1

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে( world test championship) না যাওয়ার কারণ হিসাবে নিজেদেরকই কাঠগড়ায় তুললেন অস্ট্রেলিয়ার কোচ জ‍্যাস্টিন ল‍্যাঙ্গার ( justin langer) । ল‍্যাঙ্গার এদিন বললেন, নিজেদের ঢিলেমির জন‍্য বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে যাওয়া হল না টিম অস্ট্রেলিয়ার( Australia )।

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ১-২ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। ম্যাচ হারার সঙ্গে সঙ্গে হারাতে হয় ৪ পয়েন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য ওই ৪ পয়েন্টই যথেষ্ট হতে পারতো, মনে করেন ল‍্যাঙ্গার।

এদিন ল‍্যাঙ্গার বলেন,” সাজঘরে কথা হচ্ছিল পেনের সঙ্গে। বলছিলাম এই কম ওভার রেট আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা বন্ধ করে দিতে পারে। আর সেটাই হল।”

আরও পড়ুন:ফাইনালে যেতে মরিয়া বাগান ব্রিগেড

Advt