সারদার একটি টাকাও রাখতে চান না কুণাল

0
1

জামিনের পর সেই 2017 সালে ইডিকে (ED) বলেছিলেন কুণাল ঘোষ ( Kunal Ghosh): সারদা (Saradha) মিডিয়া থেকে পাওয়া তাঁর প্রতিটি টাকা বৈধ। কর দেওয়া। পরিশ্রম করে রোজগার করা। কিন্তু এই বিতর্ক থেকে অব্যাহতি পেতে তিনি গোটাটাই ফেরত দিতে চান। তবে এর মধ্যে তিনি যে আয়কর দিয়েছেন এবং সঙ্কটে সারদা মিডিয়াকেই যে 50 লক্ষ টাকা দিয়েছিলেন, তার ছাড় দিতে হবে। ইডি সোমবার তাঁর এই বক্তব্য মঞ্জুর করেছে। ফলে এগুলি বাদ দিয়েই বাকি টাকা ফেরত দেবেন কুণাল। সোমবার ইডির দফতরে আট ঘন্টা সময় কাটিয়ে বেরনোর সময় হাসিমুখে কুণাল বলেন,” ইডিকে ধন্যবাদ। আমার অনুরোধ তাঁরা রেখেছেন।” এত সময় ধরে কী তদন্ত হল এবং কুণাল তাঁর আগের বয়ান থেকে সরছেন কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন,” চিরকাল তদন্তে সহযোগিতা করে এসেছি। তদন্তের বিষয়ে কিছু বলব না। আবার 16 মার্চ আসব।”

Advt