আইএসএলের ফাইনালে এটিকে মোহনবাগান

0
3

আইএসএলের(isl) নর্থ-ইস্ট ইউনাইটেডকে( nort east united ) হারিয়ে ফাইনালে চলে গেল এটিকে মোহনবাগান(atk mohunbagan)। ম‍্যাচের ফলাফল ২-১। ১৩ মার্চ ফাইনালে বাগানের মুখোমুখি মুম্বই সিটি এফসি( Mumbai city fc)।

শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল সবুজ-মেরুন। আর সেই জন্য খালিদ জামিলের বিরুদ্ধে জয় পেলেন স্প্যানিশ কোচ। ম‍্যাচের ৪ মিনিটে হাভির কর্নার কিক থেকে হেডে গোল করার চেষ্টা করেন ডেভিড উইলিয়ামস। ম‍্যাচের ৩৮ মিনিটে বাগানের হয়ে গোল করে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় হাবাসের দল। ম‍্যাচের ৬৮ মিনিটে বাগানকে ২-০ গোলে এগিয়ে দেন মনভীর সিং। এরপর পাল্টা আক্রমণ চালায় খালিদ জামিলের দল। ম‍্যাচের ৭৪ মিনিটে নর্থইস্টের হয়ে ১-২ করেন ভি পি সুয়ের। ভ‍্যাচের ৮৩ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট করে খালিদ জামিলের দল। পেনাল্টি মিস করেন লুইস মাচাদো। শট বাইরে যায়। এরপর আক্রমণে গেলেও সমতা ফেরাতে ব‍্যর্থ হয় খালিদ জামিলের দল।

আইএসএলের প্রথম লেগের প্রথম সেমিফাইনালে ম‍্যাচের ফলাফল ছিল ১-১। দুই লেগ মিলে ম‍্যাচের ফলাফল ৩-২।

আরও পড়ুন:আইসিসির বিচারে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হলেন অশ্বিন

Advt