বিয়ের মরশুমে সোনার দামে বড়সড় পতন

0
4
বিয়ের মরশুমের মাঝেই কলকাতায় ফের বাড়ল সোনার দাম

মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের কমল সোনার দাম। গত ১১ মাসের তুলনায় আজ অনেকটাই দাম কমেছে সোনার। বিয়ের মরশুমের আগে মূল্যবান এই ধাতুর দাম কমায় অনেকটাই স্বস্তিতে কনেপক্ষ। একঝলকে দেখে নেওয়া যাক আজকের সোনার দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ৯ই মার্চ অর্থ্যাৎ মঙ্গলবার সোনার দাম কমে দাঁড়িয়েছে ৪৪,৩৬০ টাকা। ১০ গ্রামে এদিন সোনার দাম ০.৩ শতাংশ নেমেছে। করোনা আবহে যেখানে সোনার দাম ৫৬ হাজারের রেকর্ড ছাড়িয়েছিল। সেখানে অনেকটাই দাম কমেছে এই ধাতুর।

কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কমে ৪৪,১৩০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৭৭০ টাকা। অন্যদিকে চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪১,৮৩০টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৫,৬৩০ টাকা। শিল্পনগরী মুম্বইতে ২২ ক্যারেটে ৪৩,৬৯০ টাকা হয়েছে, ২৪ ক্যারেট দাম হয়েছে ৪৪,৬৯০। রাজধানী দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,১৬০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে দাম ৪৮,১৭০ টাকায়

Advt