কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বুমরাহ? জল্পনা তুঙ্গে

0
1

কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন যশপ্রীত বুমরাহ ( jasprit bumrah) ? বেশ কয়েকদিন ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে এই প্রশ্ন। কিন্তু বুমরাহের হবু জীবনসঙ্গিনী কে? সেই জল্পনাতেও উঠে আসছে একাধিক নাম।

ভারত-ইংল‍্যান্ড টেস্ট ম‍্যাচ চলাকালীনই ব‍্যাক্তিগত কারণে ক্রিকেট থেকে ছুটি নেন যশপ্রীত। তারপর থেকেই ফাস্ট বোলারকে ঘিরে ক্রমেই বাড়ে রহস্য। শোনা যাচ্ছিল দক্ষিণী নায়িকা অনুপমা পরমেশ্বরণের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বুমরাহ। কিন্তু বুমরার তরফে এই প্রসঙ্গে কোনও মন্তব্য শোনা যায়নি।

এরপরই বুমরাহের সঙ্গে নাম জড়ায় টিভি সঞ্চালক সঞ্জনা গণেশনের নাম।এই ক্রিকেট সঞ্চালকের সঙ্গে বুমরাহের সম্পর্কের গুঞ্জন পুরনো। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বুমরাহ।

বুমরাহ এবং সঞ্জনার, এই দুই পরিবারের পক্ষ থেকে কোনও কিছু জানানো হয়নি। তবে সঞ্জনাও কাজ থেকে ছুটিতে চলে যাওয়ায় ক্রমশ জটিল হচ্ছে রহস্য। অনুরাগীরা নেট মাধ্যমে ইতিমধ্যেই বুমরাহ এবং সঞ্জনাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে না যাওয়ার কারণ হিসাবে নিজেদেরকই কাঠগড়ায় তুললেন ল‍্যাঙ্গার

Advt