ফের তারকা-ধামাকা?
এবার কি বিজেপিমুখী অভিনেতা যিশু সেনগুপ্ত?
রুদ্রনীল ঘোষের এক ফেসবুক পোস্ট ঘিরে মঙ্গলবার এমন জল্পনাই রাজ্যজুড়ে ৷
যিশু সেনগুপ্তকে (Jisshu Sengupta) নিয়ে এবার চর্চা শুরু হয়েছে৷ এই চর্চার উৎসমুখ বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষের ( Rudranil Ghosh) এক ফেসবুক পোস্ট ৷ মিঠুন চক্রবর্তী এবং যিশুর সঙ্গে সেলফি পোস্ট করেছেন রুদ্রনীল। ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা, ‘আড্ডা যখন অন্যরকম’। মাত্র একটিই লাইন৷ আর এই ছবি আর ক্যাপশন দেখেই বোঝা গিয়েছে, মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে সাক্ষাৎ হয়েছে যিশুর। সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ। তারপরই রাজনৈতিক মহলে চরম জল্পনা, এবার কি BJP-তে যোগ দিচ্ছেন অভিনেতা যিশু সেনগুপ্ত? যিশুকে দলে আনতে কি নিজেই সক্রিয় হলেন মহাগুরু? গত রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর মঞ্চে বিজেপি-তে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের সঙ্গে যিশুর সুসম্পর্ক বহুদিনের। অন্যদিকে, রুদ্রনীল- যিশুর বন্ধুত্বও পুরোনো।
আরও পড়ুন- পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে রাজ্য পুলিশের ডিজিকে বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
একুশের ভোট নিয়ে এমনিতেই চমকে ভাসছে বাংলা৷ সেই আবহে বিজেপির দুই ‘প্রতিনিধি’ মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীলের সঙ্গে যিশুর ‘অন্যরকম আড্ডা’-কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।