টাকা দিয়ে বিজেপিতে (Bjp)যোগ দেওয়ার জন্য চাপ তৃণমূল (Tmc) কর্মীকে। রাজি না হওয়ায় মারধর। ঘটনাস্থল পুরশুড়ার (Pursura) সাতপেটা গ্রাম। তৃণমূল কর্মী শেখ আইজুল আলির অভিযোগ, তাদের হয়ে কাজ করার জন্য তাঁকে ৫০০০০ টাকা দিতে চায় বিজেপি। কিন্তু আইজুল তাঁদের সেই টাকা প্রত্যাখ্যান করেন। জানান, তিনি পুরশুড়া বিধানসভায় তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের (Dilip Yadav) হয়েই প্রচার করবেন। এরপরেই বিজেপি কর্মীরা তাঁকে মারধর করে হাত ভেঙে দেন বলে অভিযোগ।
আইজুল হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী এবং জেলা সভাপতি দিলীপ যাদব হাসপাতালে যান। তাঁর স্ত্রীর সঙ্গেও কথা বলেন। আইজুলের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন।
আইজুলের স্ত্রী শ্রীরূপা বেগম অভিযোগ করেন, “বিজেপি কর্মীরাই তাঁর স্বামীর উপর আক্রমণ করেছেন। যদিও বিজেপির তরফ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





































































































































