ক্ষতি সামলে ফের চাঙ্গা শেয়ারবাজার, ৫৮৪ পয়েন্ট বাড়ল সেনসেক্স

0
1

?সেনসেক্স ৫১,০২৫.৪৮ (⬆️ ১.১৬%)

?নিফটি ১৫,০৯৮.৪০ (⬆️ ০.৯৫%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে মঙ্গলবার চড়চড়িয়ে বাড়ল দেশের শেয়ারবাজার। এক ধাক্কায় ৫৮৪ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৪২ পয়েন্ট।

আরও পড়ুন:পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে রাজ্য পুলিশের ডিজিকে বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

মঙ্গলবার বাজার খোলার পর থেকে কখনো উত্থান তো আবার কখনো পতন ঘটেছে সেনসেক্সের সূচকে। কিন্তু বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দুর্দশা কাটিয়ে ৫৮৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৫৮৪.৪১ পয়েন্ট বা ১.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১,০২৫.৪৮। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ১৪২.২০ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,০৯৮.৪০।

Advt