অবশেষে নির্বাচনী প্রতীক পেল আব্বাসের সেকুলার ফ্রন্ট

0
1

চিন্তা কিছুটা কাটলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF)।

অবশেষে প্রতীক পেল তারা। একুশের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানালেও ISF এখনও নির্দিষ্ট প্রতীক পায়নি৷

ISF সূত্রে জানা গিয়েছে, আগামীকাল মঙ্গলবার ফুরফুরা শরিফ থেকে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একুশের বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেসের সঙ্গে ISF জোট বেঁধেছে৷ বাম ও কংগ্রেসের সঙ্গে আসন নিয়ে প্রথমদিকে সমস্যার হয়েছিল। তবে পরে একটা রফাসূত্র বেরিয়েছে। ওদিকে জানা গিয়েছে, সোমবারই ওই দলের তিন প্রার্থী মনোনয়ন পেশ করবেন৷

Advt