স্ত্রী লাভলি ভোটের প্রার্থী, স্বামী সৌম্যকে SP-র পদ থেকে সরাতে চলেছে কমিশন

0
8

স্ত্রী নির্বাচনে প্রার্থী, তাই সরকারি উচ্চপদে কর্মরত স্বামীকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন৷

একুশের ভোটে (WB Assembly Election 2021) তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী লাভলি মৈত্র (Lovely Maitra)৷
এই কারনেই প্রার্থীর স্বামী সৌম্য রায়কে হাওড়া জেলার পুলিস সুপার (গ্রামীণ) পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ECI)।
কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই পুলিস সুপার (SP) গ্রামীণের পদ থেরে সরানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। নির্বাচন বিধি বলছে, কোনও প্রার্থীর নিকট আত্মীয় কখনই নির্বাচন প্রক্রিয়ায়  যুক্ত থাকতে পারেন না। এই আইনেই ভিত্তিতেই সরিয়ে দেওয়া হচ্ছে হাওড়া পুলিস সুপার গ্রামীণ সৌম্য রায়কে।

Advt