ভাঙতে ভাঙতে কংগ্রেস এমনিতেই জীর্ণ পশ্চিমবঙ্গে। তার মধ্যেই কি আরও বড় অস্বস্তির মুখে পড়তে চলেছে বিধান ভবন? সোমেন পুত্র রোহনের তাঁর টুইটে প্রদেশ নেতৃত্বের প্রতি অনাস্থা স্পষ্ট। যা প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি অধীররঞ্জন চৌধুরীর অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট।
রবিবার সকালে তিনি টুইট করেন। যেখানে রোহন স্পষ্ট লেখেন, উত্তর কলকাতায় কংগ্রেসকে তুলে দেওয়া হলো। এই জোট কখনোই বাংলার মানুষ মেনে নেবে না। টুইটারে তিনি লিখেছেন, প্রথম শুনলাম ২৯৪ তারপর হলো ১৭০ সেখান থেকে ১৪৭। এখন দেখলাম ১০০-র আগেই আউট হয়ে গিয়েছি । এরপরই সোমেন পুত্রের কটাক্ষ, এখন তো আর তরমুজ নেই । তবে কি তার ভূত আসন রফা করে দিয়ে গেল?
তার বাবার প্রসঙ্গ টেনে তিনি লেখেন , দলের কারোর প্রতি সম্মান দেখিয়ে এই জোট করা হয়নি ।এর আগে আমার বাবার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে ।কিন্তু কখনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাতে চাননি। কিন্তু এবার কি হলো। এভাবেই আইএসএফ- এর সঙ্গে কংগ্রেসের জোটকে কটাক্ষ করেছেন তিনি । রোহন প্রশ্ন তুলেছেন , উত্তর কলকাতায় কেন কংগ্রেসের একটি আসনও নেই ?কেন সব আসন জোটকে ছেড়ে দেওয়া হলো। তার প্রশ্ন , মালদা- মুর্শিদাবাদ নয় বলেই কি উত্তর কলকাতায় কংগ্রেসকে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। তার ইঙ্গিত যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দিকে তা আর বলার অপেক্ষা রাখে না।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.