সদ্য গতকাল ব্রিগেডে জনসভা করেছেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয়বারের সফরসূচি জানিয়ে দিল বিজেপি। আগামী ১৮ মার্চ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। প্রচার করবেন পুরুলিয়ায়। তার দুদিন পরেই ফের রাজ্যে আসবেন মোদি। সভা করবেন কাঁথিতে।



রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পুরুলিয়ায় বিজেপির সংগঠন মজবুত। পঞ্চায়েত ভোট থেকে লোকসভা নির্বাচন, সবেতেই ভাল ফল করেছে বিজেপি। কিন্তু সম্প্রতি সেখানে দলীয় কোন্দল ভীষণভাবে মাথাচাড়া দিয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব যাতে কিছুতেই বিধানসভা নির্বাচনের পথে কাঁটা হয়ে দাঁড়াতে না পারে সেই লক্ষ্যেই মোদির সফরসূচি। অন্যদিকে ২০ মার্চ মোদির সভা কাঁথিতে। শুভেন্দু অধিকারীর সমর্থনে সেদিন প্রচার করবেন বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।





































































































































