বিজেপি থেকে টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিলেন অসমের মন্ত্রী

0
1

টিকিট দেয়নি দল। আর সেই রাগেই ভোটের মুখে বিজেপি(BJP) ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন অসমের(Assam) মন্ত্রী রোঙ্গহাং। রবিবার বাংলায় যখন প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ চলছে, অন্যদিকে অসমে তখন ভাঙন শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। জানা যাচ্ছে, কংগ্রেস হয়তো বিক্ষুব্ধ দলত্যাগী ওই বিজেপি নেতাকে দিপু আসন থেকে প্রার্থী করতে পারে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন বরার উপস্থিতিতে হাত শিবিরে যোগদান করেন রোঙ্গহাং। পাশাপাশি পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘যে ভাবে আমাকে টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে তাতে আমি ক্ষুব্ধ। বিজেপি যে দায়িত্ব দিয়েছিল তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছি। দলের কয়েকজন নেতার ষড়যন্ত্রেই আমাকে টিকিট থেকে বঞ্চিত করা হল।’ একইসঙ্গে তার আরও অভিযোগ, ‘বিজেপির দল পরিচালনা অত্যন্ত অস্বচ্ছ। এই দলে থেকে মানুষের জন্য কোনও কাজ করা যায় না। তাই আজ কংগ্রেসে যোগ দিলাম আমি।’

আরও পড়ুন:আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

তবে বিজেপি ত্যাগী রোঙ্গহাংকে কংগ্রেস কি নির্বাচনের টিকিট দেবে? কংগ্রেসের তরফে অবশ্যই এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। যদিও হাত শিবিরের অন্দরমহল সূত্রে জানা গেছে, কার্বি অলং জেলার দিপু আসনে প্রার্থী করা হতে পারে রোঙ্গহাংকে।

Advt