ব্রিগেডের মঞ্চে নিজের গাওয়া গানই গাইতে চান মিঠুন

0
2

শুধু একটি শহিদ ক্ষুদিরাম,
প্রণাম তোমায় প্রণাম।
আমার সোনার বাংলা,
আজ কেন হয়ে গেল কাংলা।
যদি প্রশ্ন করে বীর নেতাজি
কী তার জবাব দেব আমরা।।

৩০-৩৫ বছর আগে গাওয়া নিজের গান। সেই গানই আজ ফের শোনা যাবে মিঠুনদার গলায়? তাঁর খুব ইচ্ছে এই গানেই তিনি ব্রিগেডের মঞ্চ মাতাবেন।

মিঠুন চক্রবর্তী বাঙালি ধুতি-পাঞ্জাবীতে ব্রিগেডে ঢুকছেন। মাথায় টুপি, গালভর্তি দাড়ি। মাথায় নকল চুল না লাগিয়ে এখন টুপি পড়াই অভ্যাস করেছেন।

আরও পড়ুন:ব্রিগেডের রং আজ গেরুয়া হলেও ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ 

কেন তিনি বাংলায় পরিবর্তনের পরিবর্তন চান, তা ব্যাখ্যা করবেন মিঠুন। কেন বিজেপিতে আসতে হলো ব্যাখ্যা করবেন। আর কেন মোদিজির সঙ্গে সেটাও বলবেন। সব মিলিয়ে ব্রিগেডে মিঠুন জমজমাট প্যাকেজ উপহার দিতে প্রস্তুত। বাঙালি দাদাকে গেরুয়া সমর্থকেরা কীভাবে স্বাগত জানান, সেটাই দেখার। সোনার বাংলা কেন হলো কাংলা, সে কথা শোনার জন্য অনেকেই আগ্রহ ভরে বসে আছেন।

Advt