মোদির ব্রিগেড মঞ্চে তারকার মেলা! তবে মিঠুনরা থাকলেও নেই বলিউড খিলাড়ি অক্ষয়

0
1

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী ব্রিগেড সমাবেশ। তবে আকর্ষণের কেন্দ্রে মিঠুন চক্রবর্তী। শুধু মিঠুন নন, মঞ্চ আলো করে আছেন একঝাঁক তারকা। রবিবাসরীয় ব্রিগেডে মোদির সঙ্গে মূল মঞ্চে তারকাদের মধ্যে মিঠুন, শ্রাবন্তী, পায়েল, রূপা গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, হিরণ-সহ আরও অনেকে।

যদিও থাকছেন না বলিউড সুপার স্টার তথা প্রধানমন্ত্রীর স্নেহধন্য অক্ষয় কুমার। ব্রিগেডের জনসভায় উপস্থিত থাকতে পারেন অক্ষয় কুমার। এমনই খবর পাওয়া গিয়েছিল বিজেপি সূত্রে। কিন্তু শেষ পর্যন্ত আসছেন না বলিউডের “খিলাড়ি”।

Advt