আইসিসির টেস্ট র‍্যাঙ্কিয়ে শীর্ষে উঠে এল ভারত

0
1

আইসিসি-র(icc) টেস্ট র‍্যাঙ্কিয়ে ( test ranking ) শীর্ষ স্থানে ভারত( india)। রবিবার আইসিসির পক্ষ থেকে প্রকাশ করা হয় টেস্ট র‍্যাঙ্কিং এর তালিকা। সেখানে প্রথম স্থানে বিরাট কোহলির( virat kohli) দল।

অস্ট্রেলিয়া, ইংল‍্যান্ডকে টেস্ট সিরিজে হারানো সুবাদে নিউজিল্যান্ডকে টপকে এক নম্বরে চলে এল টিম ইন্ডিয়া। কোহলিদের পয়েন্ট ১২২। নিউজিল্যান্ডের পয়েন্ট ১১৮। এরপর তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ১১৩। এছাড়া প্রথম পাঁচে রয়েছে ইংল্যান্ড এবং পাকিস্তান। ইংল্যান্ডের পয়েন্ট ১০৫, পাকিস্তানের ৯০।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লিগ পর্বে শীর্ষে থেকে ফাইনালে উঠেছে ভারত।

আরও পড়ুন:লর্ডস থেকে সরতে পারে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচ

Advt