বিজেপির হয়ে বাংলায় প্রচারে আসতে পারেন গৌতম গম্ভীর

0
1
  1. বিজেপির হয়ে বাংলায় প্রচারে আসতে পারেন গৌতম গম্জেপির হয়ে বাংলায় প্রচারে আসতে পারেন প্রাক্তন ক্রিকেটর তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বিজেপি সূত্রে এ খবর জানানো হয়েছে। একুশের বিধানসভা ভোটের প্রচারের যে রূপরেখা বিজেপি সাজিয়েছে, তার মধ্যেই রয়েছে গৌতম গম্ভীরকে নিয়ে এসে প্রচারে চমক দেওয়ার মতো বিষয়টিও। তবে শুধু পশ্চিমবঙ্গ নয় প্রতিবেশী অসমের বিধানসভা নির্বাচনেও প্রচারে আসার প্রবল সম্ভাবনা রয়েছে গৌতমের। গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে বিজেপির তরফে। আপাতত সেখানে কোনও তারকা প্রার্থী নেই বললেই চলে। তাই প্রচারে তারকা’ প্রার্থীদের হাজির করার ব্যাপারে জোর দিতে চাইছে বিজেপি।

q