পোস্টাল ব্যালটে কারচুপির আশঙ্কা, নবান্নে ডিজি-র কাছে বিজেপির প্রতিনিধি দল

0
2

নবান্নে গিয়ে স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে শনিবার দেখা করল বিজেপির এক প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন ছিলেন দলের নেতা স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta), সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)  প্রমুখ।  পোস্টাল ব্যালটে কারচুপির আশঙ্কা প্রকাশের পাশাপাশি কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানায় তারা।

ডিজি ও স্বরাষ্ট্র সচিবের কাছে লিখিত আকারে অভিযোগগুলি জমা দেয় বিজেপির এই প্রতিনিধি দল। নবান্ন থেকে বেরিয়ে স্বপন দাশগুপ্ত জানান, ৩ পুলিশ অফিসারের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল। আজ বিশেষ করে একজনের বিরুদ্ধে অভিযাগ করা হয়েছে।’ বিজেপির তরফে দাবি, যাদের নামে অভিযাগ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের এক ইনস্পেক্টর, বাকী ২ জন সাব ইনস্পেক্টর মর্যাদার।  অভিযোগগুলি খতিয়ে দেখা হবে বলে তাঁদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান স্বপন দাশগুপ্ত। অন্যদিকে সব্যসাচী বলেন, “বাংলায় ডিজির কথা কে শোনে। ওঁর পদক্ষেপ নেওয়ার কোনও ক্ষমতা নেই।”

Advt