সরকারি আধিকারিকদের বাঁশপেটা করুন’, ফের বিতর্কিত বয়ান কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের

0
8

ফের একবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন কেন্দ্রীয় মন্ত্রী(central minister) তথা বেগুসারাইয়ের বিজেপি(BJP) সাংসদ গিরিরাজ সিং(Giriraj Singh)। সম্প্রতি বেগুসারাইয়ের এক জনসভায় গিরিরাজ বলেন, ‘যদি কোনও সরকারি আধিকারিক আপনাদের কথা না শোনে তাহলে তাদের বাঁশ দিয়ে মারুন।’ গিরিরাজের এহেন মন্তব্যের পর রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। গিরিবাজের মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছে বিহারের বিরোধীদল আরজেডি ও কংগ্রেস।

সম্প্রতি বিহারের বেগুসারাইয়ে কৃষি সম্পর্কিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মৎস পালন ও পশুপালন বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সেখানেই তিনি বলেন, ‘প্রায়শই অভিযোগ ওঠে সরকারি আধিকারিকরা জনতার অভিযোগ কানে তোলেন না। আমি তাদেরকে বলছি, ছোট ছোট বিষয় নিয়ে আমার কাছে কেন আসেন? সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত প্রধান, ডিএম, এসডিএম, বিডিও… এই সকলের কর্তব্য জনতার সেবা করা। যদি তারা আপনাদের কথা না শোনে তাহলে দু’হাতে বাঁশ তুলুন আর ওদের মাথা লক্ষ্য করে মারুন। যদি তাতেও কাজ না হয় তাহলে আপনারা গিরিরাজের কাছে আসুন।’

আরও পড়ুন:লেগের দ্বিতীয় সেমিফাইনালে নিজের দলকে এগিয়ে রাখছেন হাবাস

উল্লেখ্য, বিহার রাজ্যে বর্তমানে ক্ষমতাসীন দল জেডিইউ এবং বিজেপি জোট। সেখানে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই মুখ পড়েছে সরকারের। যদিও গিরিরাজের মন্তব্যে শাসকদল চুপ থাকলেও মুখ খুলেছে বিরোধী আরজেডি। তেজস্বী দলের তরফে টুইটে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে জানানো হয়েছে, ‘বিহারে সরকার নয় জঙ্গলরাজ চলছে।’

Advt