বাইশগজে নেমেই ব্যাট হাতে কামাল দেখালেন বীরেন্দ্র সহবাগ(virender sehwag) । মাত্র ২০ বলে করলেন অর্ধশতরান। আন্তর্জাতিক কেরিয়ার যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই যেন এই ইনিংস শুরু করলেন সহবাগ। চার মেরে ইনিংস শুরু করলেন বীরু। রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ব্যাট হাতে কামাল দেখালেন বীরেন্দ্র সহভাগ এবং সচিন তেন্ডুলকার( sachin tendulkar)। এদিন তাদের ব্যাটের তান্ডবেই বাংলাদেশ লেজেন্ডসের বিরুদ্ধে ১০ উইকেটে জিতল ভারত লেজেন্ডস।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লেজেন্ডসের বিরুদ্ধে খেলতে নামে ভারত লেজেন্ডস। প্রথমে ব্যাট করে ১১০ রান করে বাংলাদেশ লেজেন্ডস। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন বিনয় কুমার, প্রজ্ঞান ওঝা এবং যুবরাজ সিং। ১টি উইকেট নেন মনপ্রীত গনি। জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস খেলেন সেহভাগ সচিন জুটি। ৩৫ বলে ৮০ রানে অপরাজিত থাকেন সহবাগ। তাঁর ইনিংস ১০টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল। ২৬ বলে ৩৩ অপরাজিত রইলেন সচিন। তিনি ৫টি বাউন্ডারি মারেন।
ভারত আর বাংলাদেশ ছাড়াও রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট হচ্ছে রায়পুরে।
আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকা সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছেন হরমনপ্রীত








































































































































