শিলিগুড়ি পৌঁছেই রবিবারের কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শনিবার বিকেলে বাগডোগরা (Bagdogra) বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী জানান, কয়েকদিনের মধ্যে রান্নার গ্যাসের দাম ৯২৫ টাকা হয়ে গিয়েছে। এই অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার শিলিগুড়ির (Siliguri) দার্জিলিং (Darjeeling) মোড় থেকে ভেনাস মোড় অবধি মিছিল করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, বেলা ১টা নাগাদ দার্জিলিং মোড়ে সকলকে জমায়েত হতে বলা হয়েছে। তিনিও সেখানেই পৌঁছবেন। তারপরে মমতার নেতৃত্বে মিছিল হিলকার্ট রোড দিয়ে প্রায় ৪ কিলোমিটার অতিক্রম করে পৌঁছবে ভেনাস মোড় তথা হাসমি চকে।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে শিলিগুড়ি পৌঁছন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্রও (Omprakash Mishra)। দলের শিলিগুড়ির নেতাদের একাংশের তাঁকে নিয়ে ক্ষোভের বিষয়টি স্বীকার করেন ওমপ্রকাশ। বলেন, নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা অনেকদিনের বন্ধু বলেই কোনও সমস্যা হবে না।
আরও পড়ুন- মোদির জনসভা, রবিবারের ব্রিগেডকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে
 
 
 
 
 
 






























































































































