বাংলাদেশের প্রথম রূপান্তরকামী সংবাদপাঠিকার নাম জানেন?

0
1

বাংলাদেশের বেসরকারি সংবাদ মাধ্যমে এই প্রথমবার। নিয়োগ করা হল এক রূপান্তরকামী সংবাদ পাঠিকাকে। নাম তানসুভা আনন শিশির। আন্তর্জাতিক নারী দিবসের দিন অর্থাৎ আগামী ৮ মার্চ থেকে তিনি বাংলাদেশের ওই বেসরকারি সংবাদ মাধ্যমে সংবাদ পাঠিকার কাজ শুরু করতে চলেছেন।

তানসুভা তার কেরিয়ার শুরু করেন একজন মডেল হিসেবে। মডেলিংয়ের পাশাপাশি শুরু করেন অভিনয়ের কাজও। এবছরই তিনি দুটো ছবির জন্য সই করেছেন। তার মধ্যে আবার একটি ছবিতে তিনি মহিলা ফুটবল কোচের অভিনয় করছেন। সংবাদমাধ্যমে কাজ শুরু করার ব্যাপারে তানসুভা বলেন, ”আমাকে দেখে আমাদের অন্যান্য বোনেরাও উৎসাহিত হবেন। রূপান্তরকামী নারীদের নিয়ে মানুষের যে বদ্ধমূল ধারণা আছে সেটিরও পরিবর্তন হবে। একথা ভেবেই আমার ভালো লাগছে।”

আরও পড়ুন- অবশেষে ঘোষণা মোর্চার শরিক কংগ্রেসের ১৩ প্রার্থীর নাম

Advt