অবশেষে ঘোষণা মোর্চার শরিক কংগ্রেসের ১৩ প্রার্থীর নাম

0
4

একুশের ভোটে অবশেষে ঘোষণা হয়েছে সংযুক্ত মোর্চার শরিক কংগ্রেসের (congress) প্রার্থী তালিকা৷

শনিবার সন্ধ্যায় প্রকাশিত তালিকায় দু’দফায় মোট ৬০ আসনের ভোটে ১৩ জন প্রার্থীর নাম জানানো হয়েছে।

◾প্রথম দফার জন্য ঘোষিত প্রার্থী :

?ভগবানপুর- শিউলি মাইতি
?এগরা- মানস কুমার কর মহাপাত্র
?বলরামপুর উত্তম বন্দ্যোপাধ্যায়
?বাগমুণ্ডি – নেপাল মাহাতো
?পুরুলিয়া – পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায়৷

◾দ্বিতীয় দফার জন্য ঘোষিত প্রার্থী :

?পাথরপ্রতিমা – সুখদেব বেরা
?কাকদ্বীপ – ইন্দ্রনীল রাউত
?ময়না – মানিক ভৌমিক
?খড়্গপুর সদর – সমীর রায়
?সবং – চিরঞ্জীব ভৌমিক
?বাঁকুড়া সদর- রাধারানী বন্দ্যোপাধ্যায়
?বিষ্ণুপুর – দেবু চট্টোপাধ্যায়
?কোতুলপুর – অক্ষয় সাঁতরা
প্রসঙ্গত, সংযুক্ত মোর্চার শরিক বামেরা ১৬৫, কংগ্রেস ৯২ এবং ISF ৩৭ আসনে লড়তে চলেছে।

আরও পড়ুন- খেলা হবে অন্য পিচে, বিজেপির অফার বাউন্ডারিতে পাঠিয়ে দাবি মনোজের

Advt