রিখটার স্কেলে মাত্রা ৬.৯! বড় বিপদ এড়াল নিউজিল্যান্ড

0
7

শুক্রবার রাত ২.২৭। আচমকাই কেঁপে উঠল নিউজিল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। কম্পনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে জনগণকে তার প্রকোপ থেকে বাঁচাতে নিউজিল্যান্ড আবহাওয়া দফতর থেকে সঙ্গে সঙ্গেই সুনামি সতর্কতা জারি করা হয়। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে এই কম্পন অনুভুত হয়। তবে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গিসবোর্নের বাসিন্দাদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি থাকতে বলা হয়। পরে অবশ্য ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, আপাতত সুনামির সম্ভাবনা নেই। নিরাপত্তার কারণে যে বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছিল, তাদের ফের বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সুনামি সতর্কবার্তা পৌঁছয় প্রধানমন্ত্রী জ্যাকিন্দা আর্ডেনের কাছেও। সম্ভবনার কথা তুলে নেওয়া হলে তিনি নিজের ইনস্টাগ্রাম পোস্টে লেখেন “সুনামি সতর্কতা সরিয়ে নেওয়া হয়েছে। বড় বিপদ এড়াল নিউজিল্যান্ড। আশা করা যায় সবাই নিরাপদে ও সুস্থ রয়েছেন।”

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, এদিন কম্পনের উৎসস্থল ছিল গিসবোর্নের ১৮০ কিমি উত্তর পূর্ব। মাটি থেকে ১০কিমি গভীর থেকে ভূমিকম্প হয় বলে তারা জানায়। দ্রুত সুনামি সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তা দেওয়া হয় নর্থ আইল্যান্ডের ৫০ হাজার মানুষকে। নর্থ আইল্যান্ডে সুনামি সতর্কতা জারি করে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। তবে পরে তা তুলে নেওয়া হয়।

Advt