সুশান্ত মামলায় রিয়া সহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনসিবি

0
1

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মাদক(Drug) যোগ পেয়েছিল তদন্তকারী দল। আত্মহত্যা না খুন? তা জানতে সিবিআই(CBI) এর পাশাপাশি মাদক যোগের তদন্তে নামে নারকোটিক কন্ত্রোল ব্যুরো (এনসিবি)। এই মামলাতেই অবশেষে চার্জশিট পেশ করল তদন্তকারী দল। যেখানে অভিযুক্ত রিয়া চক্রবর্তী(Rhea Chakraborty) সহ ৩৩ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি চার্জশিটে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানের বয়ানও নথিভূক্ত করা হয়েছে। যদিও এই অভিনেত্রীদের নাম অভিযুক্ত হিসেবে চার্জশিটে রাখা হয়নি।

আরও পড়ুন:মোদির ভাষণ কারা লেখেন? অবশেষে প্রকাশ্যে এলো আসল তথ্য

প্রসঙ্গত, গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় সাড়া পড়ে যায় গোটা দেশে। ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। দীর্ঘ তদন্তে উঠে আসে অভিনেতা-অভিনেত্রীদের মাদক সেবনের তথ্য। ফলে সিবিআই এর পাশাপাশি তদন্তভার হাতে নেয় এনসিবিও(NCB)। মামলার তদন্তে নেবে মাদক সাপ্লায়ার সহ মোট৩৩ জনকে গ্রেফতার করে তদন্তকারী দল। তাদের বিরুদ্ধেই এদিন চার্জশিট পেশ করা হল এনসিবির তরফে। প্রায় ৩০,০০০ পাতার এই চার্জশিটে নাম রয়েছে সুশান্ত ঘনিষ্ঠ অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক চক্রবর্তী ও তাঁর বাড়ির চাকর ম্যানেজারের সহ ৩৩ জনের।

Advt