সেমিফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে গোয়া

0
3

শুক্রবার আইএসএলে( isl) প্রথম সেমিফাইনালে খেলতে নামছে মুম্বই সিটি এফসি( mumbai city fc)। প্রতিপক্ষ এফসি গোয়া( fc goa)। চলতি আইএসএলে লিগ পর্বে চ‍্যাম্পিয়ন হয়েছে মুম্বই সিটি এফসি। এবার তাদের লক্ষ‍্য আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়া।

এদিন গোয়ার বিরুদ্ধে নামার আগে মুম্বই সিটি এফসির ফুটবলার সার্জিয়ো লোবো বলেন,” এই ম্যাচটা আমার কাছে বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। খেলা ৯০ মিনিটের। কিন্তু আমার ছেলেরা ১৮০ মিনিট খেলার জন্য তৈরি।’’ তিনি আরও বলেন, ‘‘দলের সকলেই এই ম্যাচটা খেলার জন্য উত্তেজিত হয়ে রয়েছে। ওদের বলেছি, ফুটবল উপভোগ করো।”

এদিকে নির্বাসনমুক্ত হয় দলে ফিরছেন হুগো বুমোস। তাই শুক্রবার গোয়র বিরুদ্ধে নামার আগে শক্তিশালী হয়ে উঠছে মুম্বই সিটি এফসি।

দু’দলের কাছেই এখনও পর্যন্ত আইএসএল ট্রফি অধরা। গোয়া দু’বার ফাইনালে উঠেও খালি হাতে ফিরেছে তারা। মুম্বইয়ের দৌড় সেমিফাইনালেই থেমে গিয়েছিল দু’বার। এই মরসুমে দু’দলই মরিয়া খেতাব জিততে। সপ্তম আইএসএলে প্রথম লেগের সাক্ষাতে মুম্বই ১-০ হারিয়েছিল গোয়াকে। দ্বিতীয় লেগের ফল হয়েছিল ৩-৩। এখন দেখার সেমিফাইনালে কে কাকে টেক্কা দেয়।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt