ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) চতুর্থ টেস্টে এগিয়ে ভারত। ভারতের হয়ে দুরন্ত ব‍োলিং অক্ষর প‍্যাটেল, রবীচন্দ্রন অশ্বীনের।

২) চতুর্থ টেস্টের প্রথম দিনই বেন স্টোকসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন মহম্মদ সিরাজ।অভিযোগ, স্টোকস তাঁকে গালিগালাজ করেন।

৩)  টোকিয়ো অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন নিয়েই এক বছর পর টেনিস কোর্টে ফিরেছেন সানিয়া মির্জা।

৪)শ্রীলঙ্কার বিরুদ্ধে আকিলা ধনঞ্জয়ের ওভারে ছয় বলে ৬টি ছয় মারেন ওয়েস্ট ইন্ডিজের ক‍্যারন পোর্লাড।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt