৩ গুণ হল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম, বাড়ছে লোকাল ট্রেনের ভাড়া?

0
3

প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বেড়ে হল ৩০ টাকা। কোথাও আবার তা বেড়ে হয়েছে ৫০ টাকাও। ৩ গুণ হল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম। বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে রেলের তরফে। প্ল্যাটফর্মের টিকিটের দামের সঙ্গে বেড়েছে কিছু কিছু স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ভাড়াও। এতদিন যে দূরত্বে যাতায়াতের জন্য ১০ টাকার টিকিট কাটলেই চলত, সেখানে টিকিটের দাম বেড়ে হতে পারে ৩০ টাকা পর্যন্ত। তবে রেল সূত্রে খবর, এখনই বাড়ছে না লোকাল ট্রেনের ভাড়া।

আরও পড়ুন-মোদির ভাষণ কারা লেখেন? অবশেষে প্রকাশ্যে এলো আসল তথ্য

রেলের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র রেলস্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল আর জানিয়েছে, এই সিদ্ধান্ত অস্থায়ী। করোনা আবহে যাত্রীরা যাতে খুব প্রয়োজন না হলে ট্রেনে না চড়েন, সেটা নিশ্চিত করতে গতমাসেই কিছু কিছু স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বাড়িয়েছিল রেল। এবার সেই রুটের সংখ্যাটা আরও বাড়িয়ে দেওয়া হল।

কোভিড পরিস্থিতিতে রেল পরিষেবা বন্ধ হওয়ার পর এখন অনেকটা স্বাভাবিক। তবে এখনও বহু রুটে বহু ট্রেন চলছে না বা ট্রেনের সংখ্যা কম। এরই মধ্যে ভাড়া বাড়ানো হল। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে শহরতলির ট্রেনগুলি ছাড়া বাকি সব ট্রেনের ভাড়াই বাড়ানো হয়। সাধারণ নন-এসি ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি এক পয়সা করে বাড়ানো হয়েছিল।

Advt