কাটছে জোটের জট, সোমেই প্রকাশ হতে পারে সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকা

0
5

অবশেষে কাটতে চলেছে সংযুক্ত মোর্চার জট। সূত্রের খবর, বাম-কংগ্রেস-আইএসএফের মধ্যে আসন রফা কার্যত চূড়ান্ত হয়েছে।
যে ভাবে আসন বণ্টন হচ্ছে তা হল-
বামফ্রন্ট ১৬৫
কংগ্রেস ৯২
আইএসএফ ৩৭
বামফ্রন্টের মধ্যে
সিপিআইএম (Cpim) ১৩০
সিপিআই (Cpi) ৯
ফরোয়ার্ড ব্লক (Fb) ১৫
আরএসপি (Rsp) ১১

৪টি আসন বাম-কংগ্রেসের মধ্যে বিনিময় হতে পারে। তবে, তার প্রভাব জোটে পড়বে না বলে দাবি নেতৃত্বের। মঙ্গল, বুধ- দিনই জোট সঙ্গীদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। বুধবার রাজ্য সিপিআইএমের (Cpim) শীর্ষ নেতৃত্ব আইএসএফ (Isf) নেতাদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বামেদের তরফে আইএসএফকে বাড়তি আসনের দাবি থেকে সরে আসতে বলে হয়। বৈঠকেই কংগ্রেস-আইএসএফ বরফ গলার ইঙ্গিত মেলে। বিষয়টি নিয়ে বুধবারই প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) সঙ্গে ফোনে কথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। সমস্যা মিটে যাওয়ায় তাঁকে কলকাতায় আসতে বলেন সিপিএমের রাজ্য সম্পাদক। কিন্তু সূত্রের খবর, অধীরের পক্ষে এখন কলকাতায় আসা সম্ভব হচ্ছে না। সেই কারণে ৮ মার্চ যৌথ সাংবাদিক বৈঠক করে জোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

Advt