‘বেবি বাম্প’ শেয়ার করে সুখবর দিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল

0
1

মা হতে চলেছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। স্যোশাল মিডিয়ায় নিজের “বেবি বাম্প”এর একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে’। এরপর স্বামী শিলাদিত্যকে ট্যাগ করে আবারও ট্যুইটে লিখেছেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্ব্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন’।

বৃহস্পতিবার সকাল সকাল ট্যুইটরে মা হওয়ার সুংবাদ দেন শ্রেয়া। সেইসঙ্গে হালকা নীল-সবুজ রংয়ের পোশাক পড়ে বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের একটি ছবিও পোস্ট করেন তিনি। ছবি তিনি যত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন। গায়িকা তাঁর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই দ্রুত সেটি ভাইরাল হয়ে যায়। ১০ মিনিটের মধ্যে দেড় হাজারের মানুষের কাছে সেটি পৌঁছে যায়।  ট্যুইটর মারফত তাঁর অনুরাগীও ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

Advt