ছয় বলে ছয় ছক্কা পোর্লাডের

0
2

এবার যুবরাজ সিং(yuvraj singh), হার্সাল গিবসদের (harshal gibbs) সঙ্গে এক আসনে বসলেন ক‍্যিরন পোর্লাড(Kieron Pollard) । এদিন শ্রীলঙ্কার(srilanka) বিরুদ্ধে ছয় বলে ছয়টি ছক্কা হাকিয়ে যুবরাজ,হার্সাল গিবসদের তালিকায় নাম লেখালেন পোর্লাড।

ছয় বলে ছয়টি ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন পোর্লাড। পোর্লাডের এই ঝড়ো ইনিংসে সুবাদে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এদিন ম্যাচে ১১ বলে ৩৮ রান করেন পোর্লাড।

২০০৭ সালে একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গিবস এবং টি২০ বিশ্বকাপে যুবরাজ ছয়টি ছক্কা মারেন।

আরও পড়ুন:স্পেনের আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার শেষ চারে মেরি, জয় দিয়ে অভিযান শুরু সিন্ধুর

Advt