জবাব দিচ্ছে তৃণমূল, শুধু নন্দীগ্রামেই প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

0
1

আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রামেই প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ভবানীপুর বা অন্য কোনও আসন থেকেই ভোটে প্রার্থী হচ্ছেন না তিনি৷

তৃণমূল-সুপ্রিমো নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করার পরই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রকাশ্যে বলেছিলেন, তৃণমূল নেত্রী দু’টি আসনে প্রার্থী হতে পারবেন না৷ ওনাকে একটি আসনেই প্রার্থী হতে হবে৷ মমতা সম্ভবত সেই চ্যালেঞ্জেরই উত্তর দিলেন৷

আরও পড়ুন:উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে অপসারণের দাবিতে চিঠি ডেরেকের

এবার সব সমালোচনার জবাব দিতে চলেছেন মমতা। শুক্রবারই দলের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে৷ দ্বিতীয় দফায় ভোট হবে নন্দীগ্রামে ৷ সূত্রের খবর, তৃণমূল নেত্রীর নাম শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্রেই থাকবে৷ জানা গিয়েছে, ভোটপ্রচার লগ্নে মমতা নন্দীগ্রামেই থাকবেন৷ সেজন্য স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়ির কাছে একটি বাড়ি ভাড়া করা হয়েছে।

ওদিকে তৃণমূল শিবিরে জল্পনা, ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হতে পারেন শোভনদেব চট্টোপাধ্যায়।

Advt