কোপা ডেল রে-র ফাইনালে বার্সেলোনা

0
2

কোপা ডেল রে-র( copa del rey) ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা( Barcelona )। বুধবার রাতে তারা ৩-০ গোলে হারাল সেভিয়াকে । বার্সেলোনার হয়ে গোল গুলি করেন দেম্বেলে, পিকে ও ব্রেথওয়েট।

প্রথম পর্বের ম‍্যাচে ২ গোলে পিছিয়ে ছিল বার্সা। এদিন কোপা ডেল রে-র ফাইনালে পৌঁছাতে গেলে ৩-০ গোলে জিততে হত বার্সেলোনাকে। বুধবারের ম‍্যাচে সেটিই করে দেখাল বার্সা। নির্ধারিত ৯০ মিনিটে বার্সা ২-০ গোলে এগিয়ে থাকায় খেলা গড়ায় এক্সট্রা টাইমে। এরপরই জয় সূচক গোলটি পেয়ে যায় বার্সা।

ম‍্যাচে এদিন ১২ মিনিটের মাথায় গোল করে বার্সাকে এগিয়ে দেন দেম্বেলে। এরপর ম‍্যাচে একাধিক আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেননি মেসি, আলবারা। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় বার্সেলোনা। ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করে বার্সার হয়ে ২-০ গোল করেন পিকে। দুই লেগ মিলে ম‍্যাচ ড্র হওয়ায় ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। এরপর ম‍্যাচের এক্সট্রা টাইমে গোল করে বার্সাকে কোপা ডেল রে-র ফাইনালে নিয়ে যান ব্রেথওয়েট।

আরও পড়ুন:ছয় বলে ছয় ছক্কা পোর্লাডের

Advt