ত্রিপুরায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আক্রান্ত হলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে । নিজের বিধানসভা ক্ষেত্র ঋষ্যমুখে দলীয় কর্মসূচিতে গিয়ে তিনি আক্রান্ত হন। যদিও তার এই আক্রান্ত হওয়ার ঘটনাটি অস্বীকার করেছে বিজেপি। শহীদ স্মরণ অনুষ্ঠানে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে দুপুর ১ টা নাগাদ তিনি আক্রান্ত হন। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন একদল বাইক বাহিনী সেখানে উপস্থিত হয়। যথেচ্ছভাবে মারধর করে এবং গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। স্বাভাবিকভাবেই অভিযোগের তীর শাসক দল বিজেপির দিকে।
সিপিএমের রাজ্য কমিটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০১৮ সালে এই দিনটিতেই বিজেপি রাজ্যে ক্ষমতা দখলের পর ফ্যাসিস্টসুলভ অত্যাচার শুরু করেছিল। এই অত্যাচার ত্রিপুরার নিত্যসঙ্গী। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরীর উপর আক্রমণের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক বলেও উল্লেখ করা হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে এই ঘটনার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর এবং সাধারণ মানুষকে প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.