বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী সুভদ্রার

0
1

বিজেপি ছেড়ে তৃণমূলে (Tmc) যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের (Subhadra Mukharjee)। টালিগঞ্জ (Tollyganj) স্টুডিওপাড়ার যখন মেরুকরণের রাজনীতি শুরু হয়েছিল, সেই সময় বিজেপিতে যোগ দেন সুভদ্রা। আর্টিস্ট ফোরামের নির্বাচনের সময় তাঁকে যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল। কিন্তু তারপর থেকে গেরুয়া শিবিরে তাঁকে সেভাবে নজরে পড়েনি। বৃহস্পতিবার তৃণমূলভবনে শাসকদলে যোগদান করেন সুভদ্রা। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেত্রী শশী পাঁজার (Shashi Panja) হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন টলিউডের ছোট ও বড়পর্দার এই পরিচিত মুখ। তাঁর মতে, “মনুষ্যত্ব থাকলে কেউ বিজেপি (Bjp) করতে পারবে না”। দলীয় নীতি এবং কর্মপদ্ধতি বিরুদ্ধে সরব হন তিনি।

সুভদ্রা বলেন, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে বাংলা ভাষার কোনও অস্তিত্ব থাকবে না। তিনি কটাক্ষ করে বলেন, বাংলা নিয়ন্ত্রণ করবে করা হবে বাইরে থেকে। আর এর বিরোধিতা করতে তিনি তৃণমূলে যোগ দিলেন বলে জানিয়েছেন সুভদ্রা। তবে তাঁর মতে, এই সিদ্ধান্তটা নতুন নয়। গতবছর মেয়ের জন্মদিনের দিনে তিনি বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন। করোনা পরিস্থিতিতে তিনি সমাজ সেবামূলক কাজে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। নির্বাচনের আগে তৃণমূলের হাত শক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) পাশে দাঁড়াতেই তিনি ফের সক্রিয় রাজনীতির আঙিনায়- সাংবাদিক বৈঠকে জানান সুভদ্রা মুখোপাধ্যায়।

Advt