?সেনসেক্স ৫০,৮৪৬.০৮ (⬇️ -১.১৬%)
?নিফটি ১৫,০৮০.৭৫ (⬇️ -১.০৮%)
অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে বৃহস্পতিবার বড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৫৯৮ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। শেয়ারবাজার এক ধাক্কায় এতখানি নিচে নেমে যাওয়ায় উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।
এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫৯৮.৫৭ পয়েন্ট বা -১.১৬ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫০,৮৪৬.০৮। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -১৬৪.৮৫ পয়েন্ট বা -১.০৮ শতাংশ নেমে হয়েছে ১৫,০৮০.৭৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর বৃহস্পতিবার এতোখানি ধাক্কা সামাল দেওয়া বেশ কষ্টসাধ্য বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন:বাংলায় আট দফা নির্বাচন বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে
প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।






































































































































